সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:১৩ পূর্বাহ্ন
ফেত দ্য লা মিউজিক বা বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল ২১ জুন(মঙ্গলবার) বীর মুক্তিযুদ্ধা মং রাজা মংপ্রু সাইন ফাউন্ডেশনের সহযোগিতায় বিলকিস দাদা হল এ মিউজিক পিপাসুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোরম সঙ্গীত সন্ধ্যা।আন্দ্রেও লি ফিওনা উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিলিংস ব্যান্ড এর সদস্য,ফকরুল,সমাজকর্মী ও লেখক শেখ জুলফিকার বিপুল,জিপিএইচ ইস্পাত শিল্পগোষ্ঠীর চীফ পিপলস অফিসার শারমিন সুলতান জয়া,মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক তারিকুল ইসলাম জুয়েল এবং মং রাজা মংপ্রু সাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুচিং প্রু গুলু সবার শেষে শুভেচ্ছা বক্তৃতা রাখেন।বক্তব্য শেষে ওল্ড ফিলিংস ব্যান্ড এর নতুন লাইন আপ এর সাথে পরিচয় করিয়ে দেন সবার মাঝে।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত জেজ ব্যান্ড শিরোকোর ইয়ামেন খান তার সহযোগী সদস্যদের নিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল জেজ স্ট্যান্ডার্ড করেন।ওল্ড ফিলিংসের লিড গিটারিস্ট হিমু,বেস গিটারিস্ট অরূপ ও ভোকালিষ্ট নজরুল গান করেন বাংলা ও ইংরেজী রক মিউজিকের ধাচের গান করে হল মাতিয়ে রাখেন।
বিশ্ব সংগীত দিবসের জমকালো ব্যবস্থাপনায় ছিলেন হ্যাপি পাই ইভেন্টস এর সিইও মিস নেঈ চেং ডালিয়া ও পরিচালক মাক্রাই ওয়ং ডিম্পেল । অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক সহ অনুষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যারা সহযোগিতা করেছেন। ।
তিনি বীর মুক্তিযুদ্ধা মং রাজা মংপ্রু সাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও ব্যান্ডদল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply