বুধবার, ০৬ জুলাই ২০২২, ১২:৪৬ অপরাহ্ন
||হাসিনা আকতার কোহিনুর||
যে হৃদয়ে গভীর দুঃখের পরশ মাখানো,
সে হৃদয়েই প্রস্ফুটিত হয় আনন্দপুষ্প।
সত্য যে কঠিন বড়!
যারা সত্যানুসন্ধানের পথ বেছে নেয়,
তারা দুঃখ পাওয়ার জন্য প্রস্তুত থাকে।
জীবনের আকাশের কালো মেঘে
অভিস্নাত হই বৃষ্টিধারায়।
যার হৃদয়ে নেই সৃষ্টির প্রতি ভালোবাসা,
সে আল্লাহকে ভালোবাসে কি করে?
কঠিন হৃদয় আল্লাহর কাছ থেকে অনেক দূরে।
মানুষকে ভালোবাসো ‘যদি’ ও ‘কিন্তু’ ছাড়া
ভালোবাসাই হলো জগতের শক্তি,
ভালোবাসা ছাড়া অন্য কোনো শক্তি নেই।
যে জীবন ভালোবাসায় পরিপূর্ণ,
তা অন্যের চেয়ে বেশী সমৃদ্ধ, সৌন্দর্যমণ্ডিত ও শক্তিশালী।
জীবনের সব কষ্টকে আলিঙ্গন করি নিবিড় মমতায়,
ভালোবাসি নির্দ্বিধায়।
Leave a Reply