মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১২:৪১ অপরাহ্ন
হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। ফলে এসব যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, কি কারণে এই সমস্যা হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে এবিষয়ে বিটিআরসির কোন হাত নেই।
ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা টুইটারেও প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কুয়েত, ভারত ও ফিলিপিন্সের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়ছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আলাদা বার্তায় জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তারা কাজ করছে। ইন্সটাগ্রামও একই ধরনের বার্তা দিয়েছে। তবে কী কারণে এই বিপত্তি ঘটল, সে বিষয়ে কোনো ধারণা তারা দেয়নি।
Leave a Reply