শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম

জঙ্গল সলিমপুরে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না

জঙ্গল সলিমপুর পরিদর্শনে স্থানীয় এমপি, ডিআইজি, পুলিশ কমিশনার ও ডিসি।
জঙ্গল সলিমপুরে সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সংসদ সদস্য, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

রোববার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের সংসদ সদস্য, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাবের সিইও, সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যান জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে সেটি নিয়ে জেলা প্রশাসক দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও তাকে সহযোগিতা করছেন।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি পরিদর্শন করে গেছেন। আমরা আজকে এখানে এসেছি এখানকার ভৌগোলিক অবস্থা দেখার জন্য।

এখানের জনপথ কী রকম সেটি দেখে সরকারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করবো। প্রশাসন যেভাবে বলবে পুলিশ সেভাবে কাজ করবে।
পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছি। পুরো জায়গাটা আমরা দেখেছি। এখানে কীভাবে পুরো পাহাড় কেটে সাবাড় করে পরিবেশ বিপর্যস্ত করা হয়েছে। এখানের পুরোটাই সরকারের খাস জায়গা। এখানে যারা প্লট বিক্রি করেছে তারা পুরোটাই অবৈধভাবে করেছে। কীভাবে এ সরকারি জায়গা উদ্ধার করা যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরে সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের শীর্ষ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com