শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম

ধর্মীয় ও সাধারণ শিক্ষার উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে- শিক্ষা উপ-মন্ত্রী

শিক্ষা জাতির মেরুদন্ড। এটিকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রয়োজন। দেশের চিরায়ত ঐতিহ্য ধর্মীয় শিক্ষা। বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসা শিক্ষায় কোরআন হাদিসের পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর পাঠদান করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে তাদের কর্মমুখী করার ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। গতকাল ২০ আগস্ট শনিবার সকালে নগরীর পাথরঘাটাস্থ ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসায় সরকারের শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক নির্মাণাধীন ৬ তলা ভবনের পরিদর্শন এবং মাদ্রাসার তোরণের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা যাই বলি তাতে নৈতিক এবং কর্মমুখী শিক্ষার সমন্বয় করতে হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটাতে হবে। মন্ত্রী ঐতিহ্যবাহী ছোবহানিয়া মাদ্রাসার উন্নয়নে তাঁর সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড’র কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩৩, ৩৪, ৩৫নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার। মাদ্রাসার শিক্ষক মোঃ জাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকন, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবু মুহাম্মদ আবসার উদ্দিন, যুগ্ম আহবায়ক  ফজলে আজিজ বাবুল, যুগ্ম আহবায়ক  আলহাজ্ব আশফাক আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চিশতি, মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মতিউল ইসলাম ও রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা সদস্য শাহাদাত হোসাইন রুমেল প্রমুখ।     

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com