শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম সড়ক বিভাগের সাথে পন্য পরিবহন মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্টিত

 

 ঢাকা – চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বড়দারোগাহাটে অবস্থিত ওজনস্কেল পরিচালনা বিষয়ক বিভিন্ন সমস্যাদি নিরসনকল্পে চট্টগ্রাম   সড়ক বিভাগের এর সাথে পন্য পরিবহন মালিক সমিতির মতবিনিময়  সভা গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সড়ক বিভাগের  মিলনায়তনে নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ চট্টগ্রাম  পিন্টু চাকমার সঞ্চলনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী  মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে  এই সময় আরো বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী   মোহাম্মদ জাহেদ হোসেন,উপবিভাগীয় প্রকৌশলী  রোকন উদ্দিন খালেদ,রেগনাম রিসোর্সের ব্যবস্থপনা পরিচালক মোঃ হোসেন জনি,চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,  প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী, মালিক  গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিন,  পরিবহন নেতা গোলাম নবী, শ্রমিক  নেতা মোহাম্মদ আলী, মুসা, ইলিয়াস, মালিক গ্রুপের সেকান্দর হোসেন চৌধুরী, ইউসুফ  সরোয়ার, আনোয়ার পাশা, ফেরদৌস জামাল মুকুল ,মোহাম্মদ ইউসুফ, মোঃআজিজ,শাহদাত,মোঃ রিয়াজসহ প্রমুখ।
 অতিরিক্ত প্রধান প্রকৌশলী  মোঃ আতাউর রহমান বলেন, আন্তর্জাতিক ম্যাপ অনুয়ায়ী আমাদের দেশে সড়কের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।তাই  সড়কের জন্য ওভারলোড নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়েছে।তথ্যভিত্তিক অভিযোগ দেন,  কোন কর্মকর্তা ওজনস্কেল দুর্নীতির সাথে জড়িত থাকলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা  নেওয়া হবে। ট্রাক  ড্রাইভাররা নিয়ম মেনে চলে। তাদের সাথে  সম্মানের সহিত কথা বলুন।

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com