শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
আজ শনিবার সকালে মোহরা সিডিএ শিল্প এলাকার বেইস গার্মেন্টসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন মামুনের সঞ্চালনায় গার্মেন্টসের শ্রমিক মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি,পরিবহণ নেতা শাহ আলম ফিরজি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন আজাদ ,ইলিয়াস, রাসেল, কাজল চৌধুরী, নারীসহ পাঁচ শতাধিক শ্রমিক। প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন , আগামী ৩দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে বিজিএমইএ ও বেইস টেক্সটাইল ঘেরা করা হবে এবং বকেয়া বেতন আদায়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের নায্য পাওনা আদায় করা হবে । তিনি বলেন, দ্রব্য মুলা উদ্ধগতিতে শ্রমিকরা দিশেহারা। অনাহারে অদ্ধহারে দিনযাপন করছে। বেতন বকেয়া থাকায় বাসা ভাড়া ও ছেলেমেয়েদে স্কুলের বেতন ও অসুস্থদের চিকিৎসা করাতে পারছেনা। বেইস গার্মেন্টসে সাড়ে ৭শত শ্রমিক কাজ করছে।২৬শে জুলাই থেকে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবীতে শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে।
Leave a Reply