শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম

চেরাগির আজাদী গলিতে এবার ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে এখন চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়স্থ আজাদী গলিতে। সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে গতকাল ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়। চেয়াগী হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজি । এসময় তিনিসহ আগত অতিথিরা সেুলন মালিক সাজ্জাদের হাতে বই ও বুক সেলফ তুলে দেন। এ সময় উদ্বোধক বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই,আশা করি বিশ্বজুড়ে অচিরেই আলোড়ন সৃষ্টি করবে। গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ। দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিক আরেফিন, কবি ও আবৃত্তিশিল্পী হামিদা খাতুন পান্না, মঞ্চ শিল্পী সৌরভ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com