শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:২২ পূর্বাহ্ন
আজ স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিসৎসক মরহুম ডাঃ আবুল বশরের ১৭ তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে গ্রামের বাড়ী চকরিয়াস্থ হারবাং এ মরহুমের কবর জেয়ারত,খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মরহুমের একমাত্র পুত্র দৈনিক মানবকণ্ঠে চট্টগ্রমের নিজস্ব প্রতিবেদক, আ ন ম সানাউল্লাহ নিকট আত্মীয় স্বজনকে উক্ত মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানান । মরহুম ডাঃ আবুল বশর ১৯৩৩ সালে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী হারবাং কালাশিকদার পাড়ায় সভ্ৰান্ত মুসলিম শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম ডাঃ আবুল বশর তদান্তিন পাকিস্তান আমলে জেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পেকুয়া জি এম সি ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন শেষ ১ম জীবনে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এ সিএন্ডবি তে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়ীত থাকলে ও পরবর্তীতে তৎকালীন পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চট্টগ্রাম থেকে এইচএমবি ডিগ্রী শেষ করে গ্রামের অসহায় রুগীদের সেবার উদ্দেশ্যে গ্রামে চলে আসেন এবং ২০০৫ সালের আগস্ট এর ০৫ তারিখ আজকের এই দিনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিসৎসা দিয়ে সেবা করে গেছেন এলাকার মানুষদের। উল্লেখ্যঃ মরহুম ডাঃ আবুল বশর স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশের ১ম সংসদ নির্বাচনে চকরিয়া-১ কক্সবাজারের আওয়ামীলীগ থেকে ১ম নির্বাচিত সংসদ সদস্য ডাঃ শামশু উদ্দিন চৌধুরী,সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) ব্যাবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন চৌধুরী,পেট্রোবাংলার প্রাক্তন ব্যাবস্থাপনা পরিচালক আন্তজাতিক মিতৃকা বিজ্ঞানী ড.মাই নু উদ্দিন চৌধুরী , বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণায়লের প্রাক্তন সচিব দেলোয়ার হোসেন এবং চকরিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরীর আপন মামা।
Leave a Reply