শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন
সন্দ্বীপ উপজেলার স্থানীয় প্রতিবন্ধী হোসনে আরা বেগমের বাড়ি, ভিটা ও কবরস্থান দখলে ব্যর্থ হয়ে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান ও তার ভাই সন্দ্বীপ
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানি ও অপপ্রচার চালানোর অভিযোগ ।
মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান বলেন আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা সংবাদ সম্মেলন আয়োজনকারীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব
উল্লেখ্য আজ রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায় শিবের হাট এলাকার প্রতিবন্ধী হোসনে আরা বেগমের বসতভিটা ও কবর স্থান দখলে মরিয়া হয়ে উঠেছেন মোঃ মাজহারুল ইসলাম নামে এক শিক্ষক। এই শিক্ষক প্রতিবন্ধী পরিবারকে বিভিন্ন পদে হেনস্থা করতে থাকে এবং মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে । প্রতিবন্ধী হোসনে আরা বেগম সম্পত্তি রক্ষা করতে গিয়ে বিভিন্ন হয়রানি হওয়ার উক্ত সম্পত্তি রক্ষাই চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে রিয়াজ বদল করেন।চেয়ারম্যান মিজানুর রহমান ও প্রতিবন্ধী হোসনে আরা বেগমের রিয়াজ কৃত সম্পত্তি নিজ নিজ দখলে রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষক মাজহারুল ইসলামের পাশে মার্শাল মেম্বার ডাকাতিসহ একাধিক মামলার আসামি। সে কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন।
চা দোকানি সাদাত হোসেনের বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধার জায়গা দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের পরিবার এমনকি অভিযোগ দিলে অবৈধ দখলদার সাজ্জাদ হোসেনকে এক মাসের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেন। তিনি ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সকালের চট্টগ্রাম কে সংবাদ সম্মেলনের আয়োজক মজাহারুল ইসলাম বলেন, আমরা কোন জায়গা দখল করছি না, নিজেদের জায়গায় রক্ষা করার চেষ্টা করছি।
Leave a Reply