শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যার ডাকে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বাংলার মানুষ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাসটি ফিরে এলো শোকের আবহ নিয়ে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইতিসাসের এক কলংকময় অধ্যায়। এই শোকাবহ ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন চত্বরে আগামী ৫ আগষ্ট থেকে ১০ আগষ্ট পর্যন্ত ৬দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ৬দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানমালার স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, থানা কমান্ডার সৌরন্দ্র নাথ সেন, কুতুব উদ্দিন চৌধুরী, চসিক উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জামাল উদ্দিন খানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র আরো বলেন, ৬ দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য ডা. মো. ইসমাইল খান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ.বি.এম আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান, চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রানা দাশ গুপ্ত, সম্মিলিত মুুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী, জেলা পরিষদ প্রশাসক এম.এ সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ স্থানীয় রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা কমণ্ডারগণ আলাচনায় অংশ নেবেন।
চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফর আহমদ বলেন, জাতীয় শোক দিবস উলক্ষে আয়োজিত অনুষ্ঠানের চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী সহযোগিতা করায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তিনি আন্দরকিল্লা চসিক চত্বরের আগামী ৫ আগষ্ট উদ্বোধন অনুষ্ঠানসহ ৬ দিন ব্যাপী অনুষ্ঠানে নগর ও জেলার সকল বীর মুক্তি যোদ্ধাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
Leave a Reply