শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
অবৈধ বিদ্যুৎ ও ব্যাটারী চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে উচ্ছেদ ,রিকশার ক্ষুদ্র যন্ত্রাংশ মূল্য বৃদ্ধি- ডুপ্লিকেট পার্টস তৈরী সরবরাহ ও নির্বাহি ম্যাজিস্ট্রি দ্বারা রিকশা পার্টেসের বাজার নিয়ন্ত্রণ ,চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ধার্য্যকৃত বারকোড সংক্রান্ত নিবন্ধন ফি বাতিল সহ ৫ দফা দাবীতে রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের এর সঞ্চালনায় গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মোঃ রফিক ড্রাইভার , মোঃ নুরুল ইসলাম কোম্পানি , মোঃ ফরিদুল আলম মাষ্টার , মোঃ খুরশিদ কোম্পানি , মোঃ মিজানুর রহমান মোস্তফা , মোঃ মাহাবুব কোম্পানি , মোঃ মজিবুর রহমান চৌধুরী , মোঃ তছলিম কোম্পানি , মোঃ নজরুল ইসলাম কোম্পানি , মোহাম্মদ আলী কোম্পানি , এম.ইসলাম কোম্পানি , মোঃ করিম কোম্পানি , মোঃ মফিজ কোম্পানি , মোঃ সোলেমান কোম্পানি , মোঃ সেকান্দর আলী কোম্পানি , মোঃ ইলিয়াছ কোম্পানি , মোঃ ইব্রাহিম কোম্পানি , মোঃ মোখলেছুর রহমান কোম্পানি , মোঃ ইস্রাফিল কোম্পানি , মোঃ আব্দুল আজিজ কোম্পানি , মোঃ ইমাম হোসেন রাজু কোম্পানি , মোঃ জহির মিস্ত্রী কোম্পানিসহ প্রমুখ নেতৃবৃন্দ ।
দাবী মেনে না নিলে চট্টগ্রামের রিকশা মালিকদেরকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষনা ।
Leave a Reply