শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বাটালী রোডস্থ রয়েল বাংলা সুইটস হাউসের কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর, নোংরা, ফ্রিজে রান্না করা ও কাঁচা মাংস একসাথে সংরক্ষণ করা, কর্মচারীদের হেলথ ফিটনেস সনদ না রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে বাটালী রোড ও জুবিলী রোডের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, দোকানের মালামাল রেখে এবং রাস্তা উপর অবৈধভাবে গাড়ী পার্কিং করে যান ও জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে ২নং গেইট থেকে বায়েজিদ বোস্তামী মাজার গেইট পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
Leave a Reply