শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:২৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেটের মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুুত এবং নালায় হোটেলের বর্জ্য ফেলার অপরাধে আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সিডিএ মার্কেটের মোড় ও সাগরিকা রোডের ফুটপাত দখল করে লোহার প্লেট, পুরাতন ইঞ্জিন, পুরাতন ক্যাবল ও বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৬ হাজার ৫ শত টাকাসহ সর্বমোট ৫১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
Leave a Reply