শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ডিসি রোডস্থ আফগান মসজিদ সংলগ্ন রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা অপসারন করে রাস্তাটি সর্বসাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। একই অভিযানে রাহাত্তারপুল এলাকায় নির্মাণাধীন ভবনের এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানি উৎস পাওয়ায় মোঃ জাকের নামক ভবন মালিককে ৫ হাজার টাকাসহ শাহ আমানত সেতু সড়কের ফুটপাত দখল করে দোকানের কাঠ রেখে চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
Leave a Reply