শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন
গত ১৬ই জুলাই শনিবার রাতে কর্ণফুলি থানার চরলক্ষ্যা ৯ নম্বর ওয়ার্ড সমুদার বাপের বাড়ি (অমিজ চেয়ারম্যান বাড়ির পাশে) আলহাজ্ব নুর ইসলামের ঘর চুরি হয়। চুরি করে পালিয়ে যাওয়ার সময় টচ লাইটের আলোতে দেখতে পান এলাকার চিহ্নিত ও পেশাদার চুর একই বাড়ী আলমগীর, পিতা -জাফর । চুরির ঘটনায় ১৭ই জুলাই আলমগীরের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করে আলহাজ্ব নুর ইসলাম। অভিযোগের পেক্ষিতে তদন্তের দায়িত্বপান এস আই এমদাদুল হক।তদন্তের দায়িত্ব পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আপোষ মিমাংসার চেষ্টা চালিয়ে যাওয়ার অভিযোগ এস আই এমদাদুল হকের বিরুদ্ধে।
সরেজমিনে এলাকায় বিভিন্নজনের সাথে কথা বলে জানা যায়,আলমগীর একজন পেশাদার, দাপুটে ও বেপরোয়া চুর। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে কেউ মুখ খোলারও মামলা করার সাহস পাচ্ছে না।সে বিভিন্নজনকে ম্যানেজ করে চুরি করে যাচ্ছে। এই ব্যাপারে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে।
অভিযোগকারী আলহাজ্ব নুর ইসলাম জানান ,আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা না নিয়ে অভিযুক্তকে রক্ষা করতে আপোষ মিমাংসার চেষ্টা করছেন।
মেম্বার নবী বলেন,আলমগীর একজন পেশাদার চুর।হাতেনাতে ধরতে না পারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।আলমগীরের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারে সবধরণের সহযোগিতা করব।
এস আই এমদাদুল হক আপোষের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন,আলহাজ্ব নুর ইসলামকে থানা অথবা আদালতে মামলা করার পর্রামশ দিই।
Leave a Reply