শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন
মেসার্স সিগমা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলামকে উত্তরা ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ১১৫ কোটি টাকা অর্থঋণ খেলাপীর অভিযোগে ৫মাসের সাজা প্রদান করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
তিনি আজ রবিবার (১৭শে জুলাই) বিকেলে এই সাজা দেন ।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরা ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা ঋণখেলাপি মামলায় মেসার্স সিগমা শিপ ব্রেকার্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলামকে ৫মাসের সাজা প্রদান করেন চট্টগ্রাম অর্থঋণ আদালত ।
আদালত সুত্রে জানা যায়,মেসার্স সিগমা শিপ ব্রেকার্স লি:এর খেলাপী ঋণ আদায়ের জন্য ১৯৯৭ সালে এই অর্থঋণ মামলা দায়ের করা হলেও দায়িকগণ দীর্ঘ ২৫ বছরে ডিক্রিদারের কোন পাওনা পরিশোধ না করায় বর্তমানে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১১৫ কোটি টাকা । বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের মাধ্যমে ডিক্রিকৃত টাকা আদায় না হওয়ায় আইনের ৩৪ ( ৯ ) ধারা মোতাবেক দায়িকগণের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ প্রদান করতে আইনগত কোন বাধা নাই ।
Leave a Reply