শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের স্যাংশন বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপির ভিসানীতিতে গণমাধ্যমও যুক্ত হবে: পিটার হাস অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর আজ থেকে মার্কিন ভিসা নীতি কার্যকর ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ পাঁচজন গ্রেপ্তার বৈশ্বিক সংকট কাটাতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪ ওয়ারিশ সনদে একমাত্র সৎ বোনকে ‘নাই’ করে দিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ !

শপথ গ্রহনের মাধ্যমে যাত্রা শুরু করল “এসএসসি-৮৫ চট্টগ্রাম”

শপথ  গ্রহনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল এসএসসি-৮৫ চট্টগ্রাম। গত ১৫ জুলাই ২০২২ তারিখ শুক্রবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের যাত্রা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য  দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের জন্য উপস্থিত বন্ধুরা ধর্মানুযায়ী নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করে এক  মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এসএসসি-৮৫ চট্টগ্রামের যুগ্ম আহবায়ক মো. হামিদ হোসেন। নব-নির্বাচিত কমিটিকে উপস্থিত বন্ধুদের মাঝে পরিচয় করিয়ে দেন এসএসসি-৮৫ চট্টগ্রামের অপর যুগ্ম আহবায়ক মো. সালাউদ্দিন সালু। অতপর  এসএসসি-৮৫ চট্টগ্রামের আহবায়ক জি. এ. রায়হান নব-গঠিত কমিটির সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান তারশুভেচ্ছা বক্তব্যে বলেন, ৮৫ সালে এসএসসিতে অংশগ্রহনকারী বন্ধুদের নিয়ে গঠিত এই ক্লাব বন্ধুদের কল্যানে ও বন্ধুদের সম্পর্ককে আরো সুদৃঢ় করে সামনেএগিয়ে যেতে কাজ করে যাবে। তিনি এই ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণসম্পাদক মো. জসিমউদ্দিন তাকে সাধারণসম্পাদক নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আশরাফ মাহমুদ। শপথ গ্রহনের পর ক্লাব-৮৫ এরপক্ষ থেকে নব-গঠিত কমিটিকে ফুলদিয়ে বরণ করে নেন মনোয়ারা বেগম মনি এবং আঞ্জুমান আরা বেগম ম্যাগনেট। এরপর সমবেত ভাবে কেক কেটে অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয়। বন্ধু বিচিত্র সেন, নন্দিতা চক্রবর্তী এবং শামছুল কবির লিটন এর সঞ্চালনায় বন্ধুদের অনুভূতি প্রকাশ করেন ক্যাপ্টেন জামান সেলিম, লায়ন বিজয় শেখর দাস, ক্যাপ্টেন আনোয়ারুল আজিম, এনসেলম এল মার্টিন, মনিরুজ্জামান কমল, মো. আলমগীর হোসেন, নাজু নাজমা, উরমিলা, পিংকু দাশ, ম্যাগনেট, মামুন আনসারী, আবদুর রউফ, বকুল ভূইয়া, আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মোরশেদ, চৌধুরী কে.এন.এম রিয়াদ, আলী নওশাদ, শাসসুল কবির লিটনপ্রমুখ। বন্ধুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান-কে সভাপতি এবং মো. জসিমউদ্দিন-কে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com