শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী উদ্যোগে মেয়র বাসভবন প্রাঙ্গনে আজ শনিবার বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের জ্যেষ্ট যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশে আর কোন অগনতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবেনা। কিছু সংখ্যক জ্ঞানপাপী ও সুবিধাবাদী আন্তর্জাতিক দালালের বিকৃত মস্তিস্ক প্রসূত থিওরিতে বাংলাদেশ আর ফিরে যাবেনা। অনেক কাঠ খড় পুড়িয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ গনতন্ত্র ও উন্নয়নের ধারায় এসেছে। উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে দেশী বিদেশী উপর্যুপরি নীল নকশা সাজিয়ে মাঠ গরম করতে চাইছে। ২০১৪ সাল ও ১৯সালের নির্বাচন বানচালের প্রচেষ্টা, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করা, কোটা আন্দোলনের নামে ছাত্র যুবকদের বিভ্রান্ত, জঙ্গিবাদকে উস্কে দেয়ার প্রচেষ্টা, সাম্প্রদায়িক সম্প্রীতিতে চিড় ধরানোর চেষ্টা, নানা ধরনের সরকার বিরোধী অপপ্রচার সকল ধরনের নেতিবাচক কর্মকান্ডের সাথে ওয়ান ইলেভেনের কুশীলবদের সম্পৃক্ততা রয়েছে। এ অপশক্তি জল ঘোলা করে মাছ ধরতে চায়। বাংলার মানুষকে সাথে নিয়ে এদেরকে বারবার প্রতিহত করা হয়েছে, প্রতিহত করা হবে। গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে, অদম্য গতিতে এগিয়ে যাবে। গনতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে আর রোধ করা যাবেনা। ‘যারা বাংলাদেশে এখনও ১/১১ এর রঙিন খোয়াব দেখছেন তাদের সেই স্বপ্ন কখনই পূরণ হবে না। এ সময় তিনি নেতাকর্মীদের ধর্মান্ধ গোষ্ঠীর যড়ষন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস, প্রচার সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।
Leave a Reply