শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, বেলা ১১টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই ব্যাপারে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার এসএম সাইফুল ইসলাম জানান- প্রায় ৭ ঘন্টা পরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে আগে দুই পার্শ্বে আটকাপড়া ট্রেনগুলো আগে পাচিং করা হবে।
Leave a Reply