বুধবার, ০৬ জুলাই ২০২২, ০১:১৯ অপরাহ্ন
ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ এর প্রতিনিধি নির্বাচন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর উত্তর পতেঙ্গাস্থ ট্রেনিং বিল্ডিং এ গতকাল সোমবার (১৩ জুন) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে মোহাম্মদ এয়াকুব ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নাঈমুল করিম সহ সর্বমোট ১১টি পদে এয়াকুব-নাঈমুল প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন কার্যকরী সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান, যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ নোমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদুল আলম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন চৌধুরী, শিক্ষা তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, স্বাস্থ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান।
ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র প্রতিনিধি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মো. এয়াকুব বলেন, সকল শ্রমিক-কর্মচারিদের নিয়ে একসাথে কাজ করবো। শ্রমিক স্বার্থ ও অধিকার আদায়ে সব সময় আপনাদের পাশে আছি থাকবো।’
সাধারণ সম্পাদক মো. নাঈমুল করিম বলেন, রিফাইনারিতে নির্বাচনের দিন পর্যন্ত পক্ষ বিপক্ষ থাকে, আবার পরের দিন থেকে আমরা সবাই এক সূত্রে গাথা, একি বৃত্তে দুটি ফুল। তাই আমরা আপনাদের সাথে নিয়ে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবো।
সাংগঠনিক সম্পাদক,মোহাম্মদ আবদুল্লাহ আল মারুফ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। আপনারা পাশে থাকলে দাবি আদায়ে সহজ হবে।তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন এয়াকুব-নাঈমুল করিম প্যানেলেকে একক ভাবে নির্বাচিত করায় আপনাদের সকলকে ধন্যবাদ।
Leave a Reply