শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার: আজ আদালতে তোলা হবে

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজলে এলাহী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। একই সঙ্গে তিনি দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর জেলা প্রতিনিধি। আজ সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘দুপুরে ওয়ারেন্ট আসার দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকালে আদালতে তোলা হবে।’

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১।

খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে। ফিরোজা বেগম বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

এদিকে, ফজলে এলাহীকে গ্রেফতারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে রাঙ্গামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলা সাংবাদিক সমিতি।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, ‘মামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।’

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টা জেনেছি। খোঁজখবর নিচ্ছি। শুনেছি তাকে বুধবার আদালতে তোলা হবে।’

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com