বুধবার, ০৬ জুলাই ২০২২, ০২:০৯ অপরাহ্ন
নিজামউদ্দিন জামি
সাহসী নেতৃত্বের অভাবে এলাকার দুর্ভাগা মানুষের জীবন আজ এখানে এসে ঠেকেছে। এ ব্রিজ এখন ফটিকছড়ি-হাটহাজারির রাজনৈতিক দীনতার ক্ষত হয়ে কষ্ট বিলাচ্ছে। স্বীকার করছি, রাজনীতির মাঠে পুরো সময় না দিয়েও মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে নিরন্তর কাজ করে চলেছি। মেধাভিত্তিক এবং দেশপ্রেমিক প্রজন্মের চিন্তা ও মনন গঠনে বলা যায় জীবনের বিগত সময়ের পুরোটাই ব্যবহার করেছি। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক নানা সংগঠনের মাধ্যমে প্রজন্মকে হাজার বছরের বাংলা ভাষা ও সংস্কৃতি, ভাষা-আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ভালোলাগা, ভালোবাসা তৈরি করতে প্রাণপণ চেষ্টা করি। ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি দেশপ্রেমের বাণী ছড়িয়ে দিয়েছি পরম মমতায় অফুরান আত্মবিশ্বাসে।
সময়ের প্রয়োজনে, বৃহত্তর পরিসরে এবার রাজনীতিতে পুরো সময় দিতে চাই। এটা জীবনের দ্বিতীয় পর্বের উদ্যোগ। আমার জীবনের সমস্ত অর্জন ও আন্তরিকতা দিয়ে কি সে চেতনা ছড়িয়ে দিতে পারবো না? সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে নতুন করে বাঁচতে পারবো তো? ওরাও তো আমার গ্রহের মানুষ! চিরচেনা, আমিতো আগেও তাঁদের ছিলাম, এখনও তাদেরই আছি। রাজনীতি হয়তো তেমন বুঝি না তবে বঙ্গবন্ধুর মতো জীবন দিয়ে মানুষকে ভালোবাসতে পারি, এটাই আমার একমাত্র যোগ্যতা।
এবার সকলের ভালোবাসা নিয়ে পুরোদমে সরব হতে চাই রাজনীতির মাঠে। মানবসেবার পবিত্র ব্রত নিয়ে আমি আসছি। বাকিটা আল্লাহর হাতে।
ফেসবুক থেকে সংগ্রহীত
Leave a Reply