শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
উত্তর জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২৯ মে)। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে হিসাব-নিকাশ বেশি চলছে। দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে।
সম্মেলনকে স্বাগত জানিয়ে হাটহাজারী বাস স্টান্ড থেকে শনিবার বিকেলে আনন্দ র্যালী বের করেছে উত্তর জেলা যুবলীগ।
উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মনজুরুল আলম মন্জুর নেতৃত্বে র্যালীটি হাটহাজারী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
ব্যানার ফেস্টুন, বাদ্য-বাজনা নিয়ে যুবলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন র্যালীতে।
র্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন , জেলা যুবলীগ নেতা রকিবুল হাসান রকিব,হাবিবুর রহমান রাজু, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসানসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
য
Leave a Reply