মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০১:০৫ অপরাহ্ন
নিপুন রেজা
বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। ভীষণ উৎসব প্রিয় জাতি আমরা। সেই ধারা অনুসরণ করে আমরা ৯০’র বন্ধুরাও মিলনে উৎসবে আড্ডায় মাতোয়ারা।
৫২ বাজার ৫৩ গলির এদেশের মানুষ ৩ জন কিছুদিন একসঙ্গে থাকলে ৪ টা সংগঠন হয়। সেই ধারা অনুসরণ করে ৯০ ভিত্তিক অনলাইন সংগঠনের সংখ্যাও সেঞ্চুরির অপেক্ষায়।
আবেগপ্রবণ বাঙালি জাতি প্রচন্ড অতিথিপরায়ণ, বন্ধু বৎসলা। সেকারণেই ৯০’র প্রতিটি আয়োজনই হয় জমজমাট আনন্দঘন। কিন্তু জাতিগত বৈশিষ্ট্যগত কারণেই কিছুটা বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা রয়েছে আমাদের মধ্যে। এক্ষেত্রে বন্ধু তারিকের প্রস্তাবনা পরিমার্জন সাপেক্ষে চিন্তা করা যেতে পারে,এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব।
এখন আমি আলোচনা করব আমাদের উদ্যোক্তা বন্ধুদের বিষয়ে। আমাদের ৯০’র অনেক উদ্যোক্তা বন্ধু রয়েছে,তারা তারা অনলাইনে অফলাইনে তাদের উদ্যোগকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমুহূর্তে আমরা যদি সেই সব উদ্যোক্তা বন্ধুদের পাশে দাঁড়াই তাহলে তাদের বেশ উপকার হবে, তাতে আমাদেরও লস হবে না বরং লাভ হবে।
অনুরোধে ঢেঁকি গিলানো নয়, আমরা আমাদের প্রয়োজনীয় পন্য আমাদের বন্ধুদের নিকট থেকে সংগ্রহ করতে পারি। তাতে বন্ধুর বাজার প্রসারিত হবে এবং আমরাও আস্থা রাখতে পারব যে বন্ধু আমাকে ভেজাল দিবে না।
ডিসেম্বরে সকল উদ্যোক্তা বন্ধুদের নিয়ে ৫/৭ দিন ব্যাপী একটা “উদ্যোক্তা মেলা” করা যেতে পারে এবং সকল গ্রুপ আন্তরিক সমর্থন করলে সেই মেলা নিশ্চিত সফল হবে।
ফেসবুক থেকে সংগ্রহীত
Leave a Reply