মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০১:০৪ অপরাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে রাজস্ব সার্কেল-৬ এর আওতায় নগরীর পাহাড়তলী বাজারে পরিচালিত অভিযানে ১৩টি ট্রেড লাইসেন্সের বকেয়া ফি বাবদ ৫৭ হাজার ৮ শত ৫৫ টাকা আদায় করা হয়। এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি ও দোকানের মালামাল রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
Leave a Reply