মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০১:০৮ অপরাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিনের সাথে চীনের সিএনটিওয়াই’র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র প্রকৌশলী মি: চেংগুয়ান সোং ও এলডিসি গ্রæপ অব কোম্পনিজের পরিচালক মি: সুনজী আজ বৃহস্পতিবার সকালে চসিকের টাইগারপাসস্থ অফিসে মেয়র কক্ষে এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংগ্রহকৃত আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবিত প্রকল্প কাগজে কলমে না দেখে সরেজমিনে পরিদর্শনের আহবান জানান। ভারপ্রাপ্ত মেয়র প্রতিনিধি দলের প্রস্তাবিত বিশ্বের ১০টি দেশে বাস্তবায়িত প্রকল্পের যে কোন একটি প্রকল্প পরিদর্শনের জন্য সিটি মেয়র, স্থায়ীয় সরকার ও বিদ্যুৎ মন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি প্রদানের অনুরোধ জানান এবং আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশগত কোন সমস্য হবে কিনা জানতে চাইলে মি: চেংগুয়ান সোং বলেন, এধরণের বিদ্যুৎ উৎপাদনে পরিবেশের কোন সমস্য হবে না। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরো জানান, বর্জ্য রিসাইক্লিং কাজে যে পানি ব্যবহার করা হবে তা রিডিউস করে নর্দমায় ফেলা হবে এবং পোড়ানো এস থেকে বøক তৈরী করে তা রাস্তায় ব্যবহার করা যাবে। ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দীন তাদের এই প্রস্তাব বিচেবনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসনাত বেলাল, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম উপস্থিত ছিলেন।
Leave a Reply