মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১২:০২ অপরাহ্ন
প্রথম আলো-মেরিল তারকা জরিপ পুরস্কার ২০২১-এ সেরা গায়ক বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের ছেলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাবেক মেধাবী ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার তানভীর ইভান।
তানভীর ইভান ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা করতেন।তানভীর ইভান লেখাপড়ার প্রতি যতটুকু মনোযোগী ছিলেন, ঠিক ততটুকু মনোযোগী ছিলেন সংগীতচর্চায়। গান ছিল তার নেশা ।ইউটিউবে তার গানের রয়েছে প্রচুর জনপ্রিয়তা
উল্লেখ্য তানভীর ইভান পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমতিয়াজ বাবুল ও রেশমিন আরা চৌধুরীর ছেলে। তানভীর ইভান এর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে এবং নানার বাড়ী রাউজানে। ইভানের দাদা চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহ্বাজ নুরুল আলম চৌধুরী এবং নানা সাবেক সরকারী কর্মকর্তা আলহ্বাজ আহমদুর রহমান চৌধুরী ।
Leave a Reply