শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

সীতাকুণ্ডে এলবিয়ন গ্রুপের কারখানায় শিশু শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে এলবিয়ন গ্রুপের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেবারিটা লিমিটেডের কারখানায় লোহার পাতের আঘাতে জাহিদ হোসেন (১৫) নামে এক শিশুশ্রমিক নিহত হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। পরিবারে অভাব-অনটনের কারণে এক বছর আগে এলবিয়নের কারখানায় কাজ নেয় জাহিদ। সে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর ওলী মিস্তিরির বাড়ির মো. নুরুল আলমের ছেলে।

আজ ২৬ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলার মহাদেবপুর ফেবরিটা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের বয়স সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি।
কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও কারখানায় কাজ করতে আসে জাহিদ। কাজের শুরুতেই প্লাস্টিকের বোতল তৈরির মেশিনের সাথে ধাক্কা লাগে তার। এতেই জাহিদের মাথায় গুরুতর জখম হয়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শিশুশ্রমিক নিহতের বিষয়ে জানতে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ গণমাধ্যমকে বলেন, সকালে: মাথায় আঘাত পাওয়া একজনকে হাসপাতালে আনা হলে আমরা ভর্তি করাইনি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

খবরটি অন্যদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved dainikshokalerchattogram.com
Design & Developed BY ThemesBazar.Com