শনিবার, ২১ মে ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই,তাই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাও নাই। সুতরাং জনগণের কষ্ট সরকারকে স্পর্শ করে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, দূর্নীতি,খুন ও গুমের প্রতিবাদে রাউজান উপজেলা ও পৌরসভার যৌথ বিক্ষোভ সমাবেশে রাউজান উপজেলা কমিটির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী সভাপতির ভাষণে উপরোক্ত মন্তব্য করেন। ৫ মার্চ বিকেল চারটায় রাউজান উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুল হক , জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, বিএনপি নেতা কমলেন্দু,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সহিল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিস ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান উদ্দিন, যুবদল নেতা মোঃ শুক্কুর ছাত্র নেতা মোঃ সাইয়িদ প্রমূখ।
Leave a Reply