শনিবার, ২১ মে ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ন
হাসিনা আকতার কোহিনুর
|||||||||||||||||||||||||
কোন্ উপমায় রাঙাবো তোমায়,
ওগো প্রিয়তমা ?
ভালোবাসার বিশালতায় তোমায় কি আকাশ বলবো ?
নাকি তোমার কালো চুলের মায়াবি সৌরভ দেখে নাম দেবো হিমেল বাতাস !
তোমার রূপের মায়াডোরে বন্দি হয়ে,
চোখের পাপড়ি আর চোখের মণির কালোরেখায়,
চাঁদের নামে তোমায় খুঁজে মরি।
তোমার চোখের পাতায় স্বপ্ন দেখার মন্ত্র পেয়ে,
তোমার চোখের হাসির মায়াভরা সর্বস্ব নিয়ে,
তবে কি তোমায় সাগর বলবো ?
মায়ার সাগর !
প্রেমের সাগর !
ভালোবাসার সাগর !
কণ্ঠ শুনে কোকিলকণ্ঠি ডাকবো ?
তোমার মিষ্টি পায়ের রূপ,
তোমার কোমলতা,
অদ্ভুত আর অমায়িক আকর্ষণে থমকে যাই,
তুমি আসলেই নীল দীঘি !
কোন্ উপমায় রাঙাবো তোমায়
ওগো প্রিয়তমা ?
উপমার দেশ নিংড়ে দেখি সব খানেতেই তুমি,
সকাল-সন্ধ্যা সাজাও তুমি,
দুপুরের রোদেও তোমার ছোঁয়া,
হৃদয় বলে এ শুধু তোমারই হাওয়া !
গোধূলীতেও তোমার হাসির শব্দ,
তুমি সূর্যের অমৃত লাল আভা,
মসৃণতার কৌটো ভরে ডাকি প্রজাপতি !
তুমি কি জোনাকি ?
ভালোবাসার আকাশে তুমি শুকতারা !
সদা তোমার উপমা খুঁজি,
হৃদয় তোমার নির্মলতায় ভরা
তুমিই যেন প্রেমের আভিজাত্যের রাণী !
সব উপমার সেরা উপমা
তুমিই আমার “ভালোবাসা” !!!!
Leave a Reply