রবিবার, ০৩ জুলাই ২০২২, ১১:১৪ অপরাহ্ন
বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি শহীদ উল আলমকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। গত ৬ জানুয়ারি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শহীদ উল আলমকে ওয়াসার এ সদস্য মনোনীত করেন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে এমডি প্রকৌশলী এ কে এম ফয়েজলুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি শহীদ উল আলমের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের যুগ্ম সাধারন সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তীসহ ওয়াসার কর্মকর্তারা। এদিকে বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলমকে চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মনোনীত করায় পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানাসহ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন
Leave a Reply