শনিবার, ২১ মে ২০২২, ০৩:০৩ পূর্বাহ্ন
মো: মেজবাহ উদ্দীন চৌধুরী :মেসার্স রতনপুর শিপ রি- সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা।
অর্থঋণ মামলা নং ৫৩/১৮ দায়ের ২৯/০৩/২০২৮ । বাদী জনতা ব্যাংকের লালদীঘি ইষ্ট কর্পোরেট শাখা বিবাদী মেসার্স রতনপুর শিপ রি- সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাহার ম্যানশন,১১৬ সিডিএ এভিনিউ ,মুরাদপুর ,পাচঁলাইশ ,চট্টগ্রাম এর কাছে পাওনা ৩১২ কোটি ৮২ লাখ ৩২হাজার ৯৯৭ টাকা অনাদায়ে মেসার্স রতনপুর শিপ রি -সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান ।এই তথ্য নিশ্চিত করেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত সুত্রে জানা যায়, ৩১২.৮২,৩২,১৯৭.৪৫ টাকা খেলাপী ঋণ আদায়ের দাবীতে ২৯/০৩/১৮ খ্রিঃ তারিখে বাদী জনতা ব্যাংক লিঃ , লালদিঘী কর্পোরেট শাখা এই মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর বিপুল পরিমাণ খেলাপী ঋণসম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিস্পত্তির প্রতি ব্যাংক যত্নশীল ছিল । মামলাটি দায়ের হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি নিশ্চিত করা হয় । রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এইরূপ নির্লিপ্ততা গ্রাহকদের খেলাপীঋণের প্রবণতা বাড়বে।
২ নং বিবাদী এবং তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আদালতে বেশ কয়েকটি অর্থঋণ মামলা বিচারাধীন রয়েছে । উক্ত মামলা সমূহে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে প্রায় ১৫০০ কোটি টাকা খেলাপী ঋণের অভিযোগ রয়েছে । রাষ্ট্র মালিকানাধীন বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের BRPD সার্কুলার – এ মোতাবেক ২ নং বিবাসী সুদ মওকুফ সুবিধার আবেদন না করায় একজন ইচ্ছাকৃত খেলাপী বলে প্রতীয়মান হয় । এই আদালতে বিচারাধীন অনেক মামলার বিবাদীগণ অর্থ পাচার করে দেশত্যাগের করছেন ।
Leave a Reply