মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১২:০৮ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন (BSKKF) আয়োজিত ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক উৎসব প্রতিযোগিতায় ফটোগ্রাফিতে ‘করোনা যুদ্ধে বাংলাদেশ’ বিষয়ে বিজয়ী হয়েছেন মহানগর নিউজের ফটো সাংবাদিক আজিম অনন।
আজ শনিবার (৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, দেশব্যাপী তরুণদের লক্ষ্য করেই এই উৎসব আয়োজিত হয়েছে। উৎসবের মূল আকর্ষণ হিসেবে ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবনদর্শন নিয়ে কুইজ, রচনা, প্রবন্ধ ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। শুরুতে শুধু সরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্তসহ) পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকলেও সবার প্রবল আগ্রহের কারণে প্রতিযোগিতা সকলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়।
Leave a Reply