শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন
Khugesta Nur Naharin
সকাল বেলা উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেলো । সরাবন তহুরা ছোঁয়া নামের মেয়েটি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছিল। শেষবার কানাডায় থাকা অবস্থায় আমার সৌভাগ্য হয়েছিল মেয়েটিকে সাহায্য করার। আজ সকালে মেয়েটি পৃথিবীর বাইরে এমন এক অচেনা জায়গায় চলে গেছে যেখানে আর ওর সাহায্যের প্রয়োজন নেই ।
এক সময়ের একুশে টিভির সংবাদ পাঠিকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়া এই মেয়েটির জন্য আমিও আপনাদের সাহায্য প্রার্থনা করেছিলাম। অনেকেই সাহায্য করেছেন, তাঁদের জন্য আজকের এই পোস্ট। সবাই দোয়া করবেন মেয়েটির জন্য।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মেয়েটির কষ্টের কথা বলেছিল একবার , দরিদ্র পরিবারের অত্যন্ত রূপবতী মেয়েটির ডাক্তার প্রেমিক অসুখের শুরুতেই তাঁর চিকিৎসার সমস্ত টাকা নিয়ে পালিয়েছিল।
আমার ফেসবুক পোস্ট থেকে মেয়েটি যে সাহায্য পেয়েছিল সেখান থেকেও একটি কুচক্রী মহল কিছু টাকা হাতিয়ে নিয়েছিল।
আজ মেয়েটি পৃথিবীর সমস্ত চাওয়া পাওয়া নিষ্ঠুরতার ঊর্ধ্বে । আল্লাহ্ তাঁর কষ্ট কমিয়ে দিয়েছেন। দীর্ঘদিন রোগ শোক দিয়ে তাঁকে নিষ্পাপ করে ফিরিয়ে নিয়েছেন।
ওপাড়ে শান্তিতে থেকো ছোঁয়া ।
ফেসবুক থেকে সংগৃহীত
Leave a Reply