শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্দেগে নাসিরাবাদ বাবে রহমত বালিকা এতিমখানায় দুপুরের খাবার,মাক্স ও শিক্ষা সামগ্রী বিতরন ।সভায় সভাপতিত্ব করেন এতিমখানার অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং কন’ফুলীর প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম এমজেএফ , এতে আরো উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন গাজী লোকমান হাসান চৌং ,লায়ন সাবরিনা সাবা,লায়ন লোকমান হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় মানবতার সেবার লক্ষ্য কাজ করে যাওয়া লায়ন্সের মুল উদ্দেশ্য। আজকে এই এতিমখানায় এসে আমার সম্পুর্ন ধারণা পাল্টিয়ে গেছে, কারন এই এতিমখানার ৩ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়ে মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের ও অন্য একজন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমবিবিএসে লিখা পড়া করতে স্হান পাওয়ায় আমি অতন্ত্য আনন্দিত, উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন ভবিষ্যতে তোমরাও জয়ী হইতে হবে এবং ভালো ভাবে লিখা পড়া করার পরামর্শ দেন। তিনি আরো উল্লেখ করেন, আমরা তোমাদের পাশে আছি, সাবি’ক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন,
এবং দুপুরের খাবার, শিক্ষা সামগ্রী, বাক্স উপহার সামগ্রী বুঝিয়ে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।
Leave a Reply