শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম-৩নভেম্বর’২১খ্রি. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে বড় কোন বিপর্যয়ের মুখে পড়েনি। সাধারণ, গরীব ও খেটে খাওয়া মানুষের জন্য বর্তমান সরকার খাদ্যদ্রব্যসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। যে কারণে বিপুল জনগোষ্ঠীর এই দেশে অন্তত খাদ্যাভাবে কারো মৃত্যু হয়নি। অথচ বিশ্বের উন্নত অনেক দেশ করোনার সংক্রমণের অভিঘাত সামলাতে হিমশিম খেয়ে গেছে। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক অনুকূলে আছে। বেশিরভাগ জনগোষ্ঠী টিকার আওতায় এসে গেলে করোনা মোকাবেলা করে উন্নয়ন ও সমৃদ্ধি ক্ষেত্রে দেশ আবারও ঘুরে দাঁড়াবে। তিনি আজ বুধবার সকালে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন ব্যাংক লি. এর উদ্যোগে দরিদ্র অসহায়দের আর্থিক সহায়তা প্রদানকালে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর এম. আশরাফুল আলম, চউক পরিচালনা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা এম.আর আজিম, আওয়ামী লীগ নেতা সামসুল আলম, মঞ্জুর হোসেন, ব্যাংকার মো. এরফান আলী, মাহমুদুল করিম, রেজাউল করিম, এ.এস.এম নাসির উদ্দিন ফাহিম, ইঞ্জি. সেলিম উল্লাহ, আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী আরো বলেন, এস আলম পরিবার সব সময় গরীব দুঃস্থদের পাশে থাকে। তাদের এই কার্যক্রম দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে। দেশ ও জনদরদী এই পরিবারের দুই সদস্যের করোনায় মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি দেশের বিত্তশালীদের এস আলম পরিবারের পথ অনুসরণ করে গরীব অসহায়দের সাহায্য সহায়তায় এগিয়ে আসার আহŸান জানান। সভাপতির বক্তব্যে ইউনিয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল কবির বলেন, আমাদের ব্যাংক ও প্রতিষ্ঠান এস আলম গ্রæপ সব সময় গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে থাকে। দরিদ্র মানুষদের সহায়তার জন্য আমাদের প্রতিষ্ঠান বিশেষ তহবিলও গঠন করেছে। তাছাড়া আমরা দেশ ও জাতীয় প্রয়োজনে আর্থিকসহ বিভিন্নভাবে সাহায্য সহায়তা করি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ৭০০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply