মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০১:৪৫ পূর্বাহ্ন
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহাসিক পবিত্র জশ্নে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) – ২০২১ ইং অনুষ্ঠানসহ বিভিন্নস্থানে অনুষ্ঠিত মাহফিল সমাপ্ত করে ০৪ নভেম্বর ২০২১ ইং, বৃহষ্পতিবার, সকাল ১১টায় হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকা গমন করবেন। আগামী ০৫ নভেম¦র ২০২১, শুক্রবার হুজুর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে জুমা ঢাকা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হুজুর কেবলায়ে আলম আগামী ০৮ নভেম¦র ২০২১ ইং পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন এবং ০৯ নভেম¦র ২০২১ ইং তারিখে ফ্লাইটযোগে স¦দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জন ও হুজুর কেবলা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ)কে বিদায় সংবর্ধনা জ্ঞাপন, ঢাকায় অনুষ্ঠিতব্য নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানানো যাচ্ছে।
Leave a Reply