শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ২ নভেম্বর দুপুরে নাজিরপুল বায়তুর রিজওয়ান মসজিদ প্রাঙ্গনে নাজিরপুল মহল্লা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও স্থানীয়দের মধ্যে তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি ইসলামের নামে দেশব্যাপী অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ধর্মপ্রান সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তাঁরা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। পবিত্র ধর্মের ফতোয়া দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি নষ্ট করা ইসলাম কখনো অনুমোদন করে না। প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত ও সম্মান মর্যাদা রক্ষা করার জন্য পবিত্র কোরাণে নির্দেশ দেয়া হয়েছে। এই প্রতিবেশী হিন্দু, মুসলমান বা কাফের যেই হোক না কেন তার নিরাপত্তা নিশ্চিতের জন্য আল্লাহতালা নির্দেশনা দিয়েছেন। নাজিরপুল মহল্লা কমিটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় সাবেক কাউন্সিলর এস এম জাফর, বায়তুর রিজওয়ান মসজিদের খতিব মহিবুর রহমান, নাজিরপুল মহল্লা কমিটির সহসভাপতি হাজী রফিক আহমদ, সেকান্দার মিয়া,কর্মকর্তা ফরিদ আহমদ, মুজিবুর রহমান মজু,মো আসলাম, জাহেদ শেখ,মো জামাল, আবদুল আজিজ, দক্ষিণ পাড়া মহল্লা কমিটির সভাপতি লিয়াকত আলী, আনোয়ার খান,নূর মোহাম্মদ, বক্তব্য রাখেন। এসময় শেখ আহমদ জাহেদ, মো আজাদ, আবদুল মতিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহল্লা কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে তবারুক বিতরণ করা হয়।
Leave a Reply