শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে ধারণ করে আজ ৩০ অক্টোবর, ২০২১ খ্রী. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২১। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর যুগ্ম আহবায়ক এস এম আবু তৈয়ব।
অনুষ্ঠানে বক্তারা অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূলকরণ, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম, মাদক বিরোধী অভিযান, মানবিক পুলিশিং ইত্যাদি ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগরী কমিউনিটি পুলিশিং এর সাফল্য তুলে ধরেন। সভায় দীর্ঘ কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও সদস্যদের পুরষ্কৃত করা হয়।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে দিবসটি উদযাপনে এত সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কিশোর গ্যাং কে একটি দুষ্টচক্র হিসেবে তুলে ধরেন। এই চক্র ভাঙতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিপথগামী কিশোরদের ট্রেনিং এর ব্যবস্থা করা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন।
এছাড়াও সভায় সিএমপি কমিশনার বলেন, প্রতি বছর অক্টোবর মাসের শেষ রবিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হলেও এর কার্যক্রম সারা বছর জুড়ে চলমান থাকে। তিনি কমিউনিটি পুলিশিং সপ্তাহ, ওপেন হাউজ ডে ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রমকে আরো বিস্তৃত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সাফল্যকে ধরে রাখার আহবান জানান।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ইউনিট কমান্ডার, চট্টগ্রাম মহানগরী ইউনিট কমান্ড, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, শ্রেষ্ট কমিউনিটি পুলিশং সদস্য জসিমুল আনোয়ার খানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply