মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১২:৫৭ অপরাহ্ন
মিয়ানমার থেকে স্প্রীড বোডে করে নিয়ে আসা ১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ দুইজনকে আনোয়ারা থেকে আটক করেছে র্যাব-৭।
শনিবার (৩০ অক্টোবর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- আনোয়ারা থানার উত্তর পাড়ুয়াপাড়া মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাফর (৬৫) ও একই এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে মো. আব্দুল করিম (৩৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে মিয়ানমার থেকে সাগর পথে একটি স্পীড বোট আনোয়ারা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন যাবৎ মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করতো একটি চক্র। সাগরপথে চট্টগ্রামের আনোয়ারার গহীরা এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আনোয়ারা থানায় পাঠানো হয়েছে বলে জানা তিনি।
Leave a Reply