শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১০:১৭ পূর্বাহ্ন
আজ বৃহস্পতিবার অক্টোবর সাভি’সের উপলক্ষে কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম এমজেএফ এর সভাপতিত্বে খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে মাক্স, বিতরণ এবং স্কুলের ছাএছাএী ও শিক্ষক সহ দিন ব্যাপীয় ব্লাড গ্রুপিং, চক্ষু ও পরীক্ষা করানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ২য় ভাইস গভনর লায়ন মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ চৌধুরী পিএমজেএফ,আরো উপস্থিত ছিলেন, লায়ন হেলাল উদ্দিন, ক্লাব ট্রেজারার লায়ন গাজী লোকমান হাসান চৌং ,লায়ন নিজামউদ্দিন ,লায়ন লোকমান হোসেন, স্কুলের প্রধান শিক্ষক,শিক্ষিকা সহ ছাএ ছাএী ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।পরিশেষে প্রধান অতিথি স্কুলের প্রধান শিক্ষকের হাতে হাতে উপহার সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। সবাই রক্ত, ও চক্ষু শিবিরে দিন ব্যাপীয় পরীক্ষায় অংশ গ্রহন করেন।
Leave a Reply