শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
পড়ালেখা শেষ করে অসহায় মানুষের সেবা করতে চায় সে।তাই ডাক্তার হয়ে সেই সেবা চালানোই তার লক্ষ্য। কিন্তু ডাক্তার হওয়ার সেই স্বপ্নের পথ আরও অনেক দূরে। তাই এই অল্প বয়সে সেই মানব সেবার কাজ শুরু করে দেয় এ কিশোর। বলছি অনুভব বিশ্বাস পাপনের কথা। পড়ে নবম শ্রেণিতে দার্জিলিং সেন্ট পলস স্কুলের ছাত্র। রমা ও অনুপ বিশ্বাস দ্বিতীয় সন্তান। পাপন তার মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে নগরের ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রাজ্জাককে টেউ টিন দান করেছেন।অনুভব বিশ্বাস পাপন বলে,আমি বড় হয়ে যাতে লেখাপড়া শিখে ডাক্তার হয়ে গরীব অসহায়দের সেবা করতে পারি, তার জন্য সবাই আমাকে আর্শীবাদ করবেন।
Leave a Reply