শনিবার, ২১ মে ২০২২, ০৩:৩০ পূর্বাহ্ন
ফেনী মডেল থানা এলাকায় ২ মাদক মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মোঃ জাকির হোসেন (৫০), পিতা- মৃত মোখলেছুর রহমান, সাং- ফিরিঙ্গির হাট, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা ও মোঃ সাব্বির (২৩), পিতা- শফিকুর রহমান, সাং- দড়িবটোগ্রাম, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানোমতে চারটি বস্তা তল্লাশি করে ৭৯২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply