শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
নগরীর বালি আর্কেড শপিং মলে গ্লোবাল ফুড বার snackology এর যাত্রা শুরু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক জনাব, এম, এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বালি আর্কেড এর প্রতিষ্ঠাতা ও শেঠ গ্রুপের চেয়ারম্যান জনাব সোলাইমান আলম শেঠ, লায়ন্সের প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোশতাক হোসাইন, শেঠ প্রপার্টিজ এর অপারেশ ডিরেক্টর জনাব তুল- উ- সামস। স্নেকোলজির চেয়ারম্যান জনাব আনোয়ারুল কবির বিপু,লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল বশর সুজন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুল ইসলাম, স্নেকোলজির পরিচালক লায়ন মো: হুমায়ুন কবির,লায়ন লুভনা হুমায়ুুুন সুমি, লায়ন কবিরুল ইসলাম, লায়ন শাহেলা আবেদীন, লায়ন সায়মা সুলতানা সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
Leave a Reply