মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন
ফেসবুকে পরিচয় পর অভিনব কৌশলে ইমরান হোসেন রুবেল এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে দেনমোহর দাবি করছেন শারমিন আকতার নামে এক নারী। ওই নারীর ফাঁদ থেকে মুক্তি পেতে শনিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম একাডেমী হলে সংবাদ সম্মেলন মাধ্যমে এ অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, শারমিন আক্তার চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশনের পার্শ্বে মুসাফিয়া পল্লী এলাকার দিলোয়ারা বেগমের মেয়ে। শনিবার সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ইমরান হোসেন রুবেল অভিযোগ করে বলেন, ২০১৯ সালের শেষের দিকে ফেসবুকের মাধ্যমে শারমিন আক্তারের সাথে পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ব্যাপারটি আমার পরিবারের কেউ জানতেন না। কিন্তু শারমিনের ফুফু মনোয়ারা বেগম বিয়ের প্রস্তাব দিলে পরিবারকে রাজি করানোর জন্য ২মাসের সময় দিতে বললে তিনিও সম্মতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ই এপ্রিল বিকাল ৫টায় জরুরী কথা আছে বলে শারমিনের ফোন করে চট্টগ্রামের তো ষোলশহর রেল স্টেশনের পাশে মুসাফিয়া পল্লী এলাকায় নিয়ে আসেন। ঘটনাস্থলে শারমিন ও তার মা দিলোয়ারা বেগম উপস্থিত হয়ে আমাকে বাসায় নিয়ে যান। বাসায় ঢুকার সাথে সাথে দরজা বন্ধ করে আমি কিছু বুঝে ওঠার আগেই পরিকল্পিতভাবে শারমিন ও তার মা সহ প্রায় ৭-৮ জন মিলে আমার উপর অমানবিক নির্যাতন ও প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ২০ লাখ টাকা খাবিনে আমার স্বাক্ষর নেই। রুবেল বলেন, এবিষয়ে গত ২রা মে তারিখে আদালতে আমি একটা মামলা করি, পরে তারাও আমার বিরুদ্ধে একটা মামলা করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি মামলা চালিয়ে যাচ্ছি। কিন্তু ইতিমধ্যে শারমিন ও তার মা মোবাইলে লোক মারফতে আমাকে আমার পরিবার ও মামলার সাক্ষীদের নানা রকম হুমকি প্রদান করছেন। যার পরিপ্রেক্ষিতে আমি আমার পরিবার চরম ভয়ের মধ্যে দিন যাপন করছি। তিনি আরো বলেন, শারমিনের মা জঙ্গল সলিমপুর ছিন্নমূলের একজন প্রভাবশালী বিএনপি নেত্রী। জানা যায় তার দুই মেয়ে শারমিন ও ফারজানা আক্তার কে দিয়ে আমার মত ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে নিজেদের আওতায় নিয়ে জোরপূর্বক বিয়ের নামে খাবিনের লক্ষ লক্ষ টাকা আদায় করে আসছেন দীর্ঘদিন ধরে। ওই নারী ও তার মায়ের ফাঁদ থেকে মুক্তি পেতে ইমরান হোসেন রুবেল সকলের সহযোগিতা কামনা করে বলেন, সত্য মিথ্যা যাচাই বাছাই করে আর যেন অন্য কারো জীবন নিয়ে বিয়ের ব্যবসা ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে এই ধরনের কাজ করতে না পারে সেই বিষয়ে প্রশাসনের উপর মহলকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি বিনীত অনুরোধ করছি।
Leave a Reply