শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন
নগরীর দিদার মার্কেটস্থ সাফা আকের্ড এর সামনের থেকে রেজিস্টেসন নং CHATTA METRO – CHA – 11-2525, MICROBUS TOYOTA MOTOR CORP . 2003 , চ্যাচিস নং-AZR60-0240438 ইঞ্জিন নং- 1AZ – 4668240 , আসন সংখ্যা- ৮ গাড়িটি ছিনতাইয়ে অভিযোগ করেছেন উক্ত গাড়ীর মালিক ব্যবসায়ী শাহাজাহানের স্ত্রী তছলিমা আকতার ।
তিনি অভিযোগ করেন, আমার স্বামী শাহাজাহান ব্যবসায়ীক কাজ শেষ করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাসাই যাওয়ার পথে দিদার মার্কেটস্থ সাফা আকের্ড এর সামনের থেকে আগের থেকে উৎপেতে থাকা অমিত ধরের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার স্বামীকে গাড়ীর থেকে নামিয়ে দিয়ে ড্রাইভার বাধ্য করে জামালখানস্থ তাদের আস্থানায় নিয়ে যেতে । আমার স্বামী নিরুপায় হয়ে ৯৯৯ ৯ ফোন করে।পুলিশের সহযোগিতায় তাদের আস্থানার থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন পিপিএম বলেন,গাড়িটি ছিনতাই হয়নি। গাড়িটি মালিকানা নিয়ে সমস্যা আছে।গাড়িটি থানায় নিয়ে আসা হচ্ছে।
চিীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এ সাধারণ,তারিখ ০২/০৯/২১ ইং ডায়রি ও লিগ্যাল নোটিশ ০২/০৯/২১ ইং সুত্র থেকে জানা যায়। রেজিস্টেসন নং CHATTA METRO – CHA – 11-2525, MICROBUS TOYOTA MOTOR CORP . 2003 , চ্যাচিস নং-AZR60-0240438 ইঞ্জিন নং- 1AZ – 4668240 , আসন সংখ্যা- ৮ গাড়িটির মুল্য নির্ধারণ করা হয় ৮,০০,০০০/-(আট লক্ষ ) টাকা।তার মধ্যে ২৬/০৮/২০২১ ইংরেজী ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ ) লক্ষ টাকা প্রদান করে এবং একই দিন দ্বিতীয় দফা ৫০,০০০ হাজার (পঞ্চাশ হাজার )হাজার টাকা পরিশোধ করে । মোট দুই দফায় গাড়িটির মুল্য বাবদ ৫,৫০,০০০ (পাচঁ লক্ষ পঞ্চাশ হাজার) পরিশোধ করে।অবশিষ্ট ২.৫০.০০০( (দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা পরিশোধের জন্যে তিন মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়। ২.৫০.০০০( (দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা নিয়ে গাড়ির সবধরণের কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ,টাকা না নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।ব্যবসায়ী শাহাজাহানকে Iহুমকি ধমকি দিতে থাকে।অনুপায় হয়ে ব্যবসায়ী শাহাজাহান চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম ০২/০৯/২১ ইং তারিখে সাধারণ ডায়রি করেন এবং একই দিন গ্রামের বাড়ী ও শহরের ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অমিত ধর পিতা -অনিল কান্তি ধর তা গ্রহণ না করে ফেরত পাঠান।
Leave a Reply