শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা সংক্রমণ শুরুর প্রায় ১৮ মাস পর শিক্ষাঙ্গন খুলেছে, তাই শিক্ষার্থীদের প্রাণের দুয়ার খুলে গেছে। তবে করোনাকালের থাবা অবদমিত হলেও আবারও তা হানা দিতে পারে। তাই এতদিনের স্বাস্থ্য-সুরক্ষার যে পদ্ধতি ও আচরণবিধি রপ্ত করেছি তা যেন প্রতিদিনের প্রাত্যহিকতায় পরিণত হয়। এ কারণে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি এই শিক্ষাটির পাঠও নিতে হবে। তাই বলি করোনা সংক্রমণের পর স্কুল খুলেছে তবে প্রাণের দুয়ার যাতে বিপন্ন না হয়।
আজ রোববার চট্টগ্রাম কলেজিয়াট স্কুল প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ ফ্লোটিলা ক্যাম্পিং-২০২১(বিএনসিসি)এ ফ্রি টিকা রেজিষ্ট্রেশন ও র্যালি কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর মো. আতাউল্লাহ, চট্টগ্রাম ফ্লোটিলার ফ্লোটিলা কমান্ডার লে. মো. গোলাম মোহাইমেন, কলেজিয়াট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ফ্লোটিলার বিএনসিসি, পিইউও, টিইউও সহ সামরিক বেসামরিক কর্মচারী ও ক্যাডেটগণ। অনুষ্ঠানের শুরুতে মেয়র র্যালি উদ্বোধন করেন এবং বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করা হয়, পরে কলেজিয়াট স্কুল প্রাঙ্গণে করোনার টিকা রেজিষ্ট্রেশন বুথও উদ্বোধন করা হয়। ফ্লোটিলা কমান্ডার লে. মো. গোলাম মোহাইমেন বলেন, বিএনসিসির ক্যাডেটবৃন্দ তাদের দায়িত্ব হিসেবে করোনা সংক্রমণের শুরু থেকেই বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন। মেয়র বলেন, ৭১ সালের পূর্বে আমরা যারা স্কুল ছাত্র ছিলাম ক্যাডেট হিসেবে ট্রেনিং গ্রহন করেছিলাম যা পরবর্ত্তীতে মুক্তিযুদ্ধে আমাদের জন্য সহায়ক হয়েছিলো। তিনি বিএনসিসি ফ্লোটিলা ক্যাম্পে যে প্রশিক্ষণ দেয়া হবে তা জাতীয় দুর্যোগকালীন সময়ে কাজে লাগানোর জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান।
Leave a Reply