শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ন
অক্টোবর সার্ভিস উপলক্ষে কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্দেগে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম এমজেএফ এর নেতৃত্বে সীতাকুন্ড দক্ষিণ অখিলপুর মসজিদ ও মাদ্রাসায় মাক্স,সেনিটাইজার ও সিলিং ফ্যান বিতরন করা হয়।এতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্টারী লায়ন মাইনুল হাসান, ক্লাব ট্রেজারার লায়ন গাজী লোকমান হাসান চৌং ,লায়ন সাবরিনা সাবা,লায়ন লোকমান সহ এলাকার অনেক মুসল্লী, মসজিদের কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের হাতে উপহার সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
Leave a Reply