মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০১:২৮ অপরাহ্ন
আজ সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবী করে নারী মুক্তিযুদ্ধা ও কবি মোছা: রেহেনা পারভিন সংবাদ সম্মেলন করেন।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের মৃত সেকান্দর মিয়া ও মোছা: রেজিয়ে বেগমের মেয়ে মুক্তিযুদ্ধা ও কবি মোছা: রেহেনা পারভিন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন,১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজী রেখে বাংলাদেশকে শত্রু মুক্ত ও মাটি রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করলাম ।সে দেশে দাড়ানোর মতো আমার এক টুকরো মাটি নেই ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ৩০ টি স্ব – রচিত কবিতা লিখেছি , প্রধান মন্ত্রীর স্বাক্ষর নিয়ে বই আকারে প্রকাশ করতে চাই । তাই জীবনের শেষ চাওয়া আমার পরিবারের ৭ জনকে নিয়ে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাৎ করতে চাই। দীর্ঘ ১৯৯৬ ইং সাল থেকে চেষ্টা করেও আমি উনার সাথে দেখা করতে পারি নাই ।
তিনি বলেন,মুক্তিযোদ্ধা হিসেবে আমি কোন বাড়তি সুযোগ সুবিধা পাই নাই । মাষ্টার্স পাস মেয়েকে সরকারী চাকুরী দিয়ে যাওয়া, বিধবা মেয়ে ও এতিম প্রতিবন্ধী নাতি জন্যে ভাতা ব্যবস্থা করা ।একখন্ড ভূমি মৃত্যুর আগে চাওয়া গুলো পূর্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই ।
তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু আমাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছিল এবং বাবা সম্বোধন করতে বলেছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নারী মুক্তিযুদ্ধার মেয়ে, মুক্তিযোদ্ধা মানিক,বোনের ছেলে মোঃ পারভেজ শেখ হৃদয়,বোনের মেয়ে আর এস রেখা চৌধুরীসহ প্রমুখ।
Leave a Reply